ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কাশ্মীরে তিন ভারতীয় পুলিশ খুন; পাক-ভারত বৈঠক বাতিল

অনলাইন ডেস্ক :: 

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করেছে নয়াদিল্লি। ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে এই বৈঠক বাতিলের কথা বলা হলো।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যেই এ বৈঠক হওয়ার কথা ছিল। শুক্রবার কাশ্মীরে তিন ভারতীয় পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, পাকিস্তানের অভিপ্রায় স্বচ্ছ নয়।

তাঁর অভিযোগ, কাশ্মীরে তিন ভারতীয় পুলিশ কর্মকর্তা হত্যায় অর্থ ও অস্ত্রের যোগান দিয়েছে ইসলামাবাদ।

তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসল চেহারা বের হয়ে গেছে। এ অবস্থায় বৈঠকে বসা অর্থহীন।  সূত্র: দ্য গার্ডিয়ান, ডন

পাঠকের মতামত: