ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কাল কক্সবাজারে বিএনপির জনসমাবেশ আসছেন আবদুল আওয়াল মিন্টু

প্রেস বিজ্ঞপ্তি:
কাল রোববার বিকাল ৩টায় কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। তিনি সড়ক পথে দুপুর ১২টায় কক্সবাজার এসেছে পৌঁছাবেন।

জনসমাবেশে বিশেষ অতিথি থাকবেন- বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এতে সভাপতিত্ব করবেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জনসমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা বিএনপিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে।

পাঠকের মতামত: