ঢাকা,মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

কাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদনের অংশহিসেবে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ভার্চুয়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম. জিয়াবুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক সভাপতি মাস্টার আবদুর রাজ্জাক।

সিনিয়র সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, চকরিয়া পৌরসভার পরিদর্শক রাজিবুল মোস্তাফা, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আলম সওদাগর। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের কালোরাত্রিতে সকল শহীদদের স্বরণে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জাগের আহমদ দফাদার, লাল মোহাম্মদ দফাদার, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) সদস্য, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা সামাজিক দুরত্ব বজার রেখে অনুষ্ঠানে অংশনেন। সভা শেষে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পাঠকের মতামত: