ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

করোনা ভাইরাস মোকাবেলায় ভাসান চরে জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো নৌবাহিনী

সংবাদ বিজ্ঞপ্তি ::  ঢাকা ::  দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ভাসান চরে নৌবাহিনীর কন্টিনজেন্ট কর্তৃক আজ শনিবার (০৪-০৪-২০২০) নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনার প্রকোপ থেকে ভাসান চরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ ২০২০ হতে ভাসান চরকে লক ডাউন করা হয়। পাশাপাশি ভাসান চরের অভ্যন্তরীন সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য প্র্েরয়াজনীয় দিক নির্দেশনা প্রদান করতঃ যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করে।

এছাড়াও নৌবাহিনীর পক্ষ হতে ভাসান চরে অবস্থানরত সকলকে মাস্ক বিতরণ করা হয়। পরবর্তীতে ভাসান চরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

পাঠকের মতামত: