ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি আসা যাওয়া বন্ধ রাখুন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প গুলোতে বিদেশি নাগরিকদের আসা যাওয়া বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ৩১ মার্চ সকালেদেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, করোনা ভাইরাস জনিত সংকটকালীন সময়ে বিদেশীদের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আসা যাওয়া নিরাপদ নয়। তাই বিদেশি নাগরিকদের আসা-যাওয়া সাময়িকভাবে বন্ধ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার-২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: