ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কক্সবাজার-১ জাতীয় পার্টিতে এমপি ইলিয়াছকে সামসুলের চ্যালেঞ্জ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মৌলভী মোহাম্মদ ইলিয়াছকে চ্যালেঞ্জ করে দলের মনোনয়নপত্র নিলেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা মো. সামসুল আলম। তিনি মনোনয়ন নিশ্চিত করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন।

মো. সামসুল আলম বলেন, ‘মানুষ এখন অনেক সচেতন। চকরিয়া-পেকুয়াবাসী পরিবর্তন চায়। এবারও জাতীয় পার্টি মহাজোটে থেকে নির্বাচন করবে। এখানকার বর্তমান এমপি জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছ এলাকায় দৃশ্যমান তেমন উন্নয়ন করতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘এই আসনে লাঙলের এমপি থাকায় নেতাকর্মীদের উৎসাহ ছিল বেশি। কিন্তু গত পাঁচ বছর ধরে ইলিয়াছ দলকে সুসংগঠিত করার বদলে নিজের আখের গুছিয়েছেন এবং দলীয় পদ-পদবি নিয়ে স্বজনপ্রীতি করেছেন। এ কারণে চকরিয়া-পেকুয়া উপজেলায় জাতীয় পার্টির ত্যাগী নেতারা দলের কোনো কমিটিতে নেই। তিনি দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের মূল্যায়ন করেননি। উপরন্তু দলে যাঁদের ত্যাগ রয়েছে তাঁদেরকে তিনি কৌশলে সরিয়ে দিয়েছেন।

পাঠকের মতামত: