ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-১. চকরিয়া-পেকুয়া আসনে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন

নিজস্ব প্রতিবেদক ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে  আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তারমধ্যে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সর্বোচ্চ সংখ্যক ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ৭ জন দলীয় প্রার্থী এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী।

কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১৩ প্রার্থী হলেন-আওয়ামীলীগের সালাউদ্দিন আহমেদ সিআইপি, স্বতন্ত্র জাফর আলম, জাফর আলমের পুত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন স্বতন্ত্র, কল্যান পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টি (জেপি) এর এ. এইচ সালাউদ্দিন মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী স্বপন, ইসলামী ফ্রন্টের মোঃ বেলাল উদ্দিন, ওয়াকার্স পার্টির মোঃ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, স্বতন্ত্র শফিকুল ইসলাম, স্বতন্ত্র কামরুদ্দিন ও স্বতন্ত্র শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ।

পাঠকের মতামত: