ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সুমন ঢাকা বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব।

তিনি বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে গত সোমবার কক্সবাজার বেড়াতে আসেন সুমন। তারা লাবণী পয়েন্টস্থ হোটেল কল্লোলের ৪১৫ নম্বর রুমে ওঠেন।

আজ দুপুরে সাগরে গোসল করতে নামেন সুমন। এ সময় স্রোতের টানে সাগরে ভেসে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে লাইফ গার্ড ও বিচকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।

পাঠকের মতামত: