ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সিটি কলেজ বাংলা বিভাগের মিলনমেলা ‘চলো মিলি সমুদ্রে’

বার্তা পরিবেশক:ddddd

কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে ২৮ জানুয়ারী ২০১৬ বৃহস্পতিবার হয়ে গেলো ছাত্র/ছাত্রী শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠান ‘চলো মিলি সমুদ্রে’। সাধারণ অনুষ্ঠানটি অসাধারণ হয়ে উঠেছিল কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন এবং কলেজের অধ্যক্ষ ক্যথিং অং এর স্বরব উপস্থিতিতে। এথিন রাখাইন বলেন, একজন ছাত্র/ছাত্রীর জীবনে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের প্রয়োজনীয়তা রয়েছে। উক্ত মিলন মেলায় শুভেচ্ছা বিনিময় করেন উপাধ্যক্ষ আবু মো: জাফর ছাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহনূর আক্তার ও সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আকতার চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এহেসানুল হক হেলালী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শরমিন ছিদ্দিকা,সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, প্রভাষক রোমেনা আক্তার,প্রভাষক সেলিনা আক্তার ও প্রভাষক চামেলী শর্মা।

সকাল থেকে রামু রামকুট, বোটানিক্যাল গার্ডেন, ইনানী, হিমছড়িসহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানের সৌন্দর্য্য উপভোগ করে আবারো কলাতলী সংলগ্ন সমুদ্র সৈকতের পাশে বসে খাওয়া দাওয়া, গান, কবিতা আর কথামালায় বিকেল গড়ায়। র‌্যাফেল ড্র ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা।

পাঠকের মতামত: