শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥
কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার ভোররাতে এদের আটক করা হয়।
জানা গেছে, ২২ অক্টোবর ভোর রাত ৩টার দিকে সশস্ত্র ডাকাতদল বড় ধরনের ডাকাতি সংগঠিত করার জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশের গলিতে প্রস্তুতি নেয়। খবরটি পৌছে যায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে।
সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই শফিকুল ইসলাম, এসআই অহেদ মুরাদ, এসআই মশিউর, এএসআই হিমাংশু কুমার রায় আশীষ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান।
এসময় আটক করা হয়, কক্সবাজার সদরের দক্ষিণ ঝিলংজার ইউনিয়নের হাজী পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে সোহেল (২৪), একই এলাকার ইদ্রিসের ছেলে মোঃ আরমান (২০), চট্টগ্রাম কর্ণফুলি থানার শিকলবাহা লালপুল এলাকার শামসুল আলম @ শামসু মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ @ হৃদয় @ কালাইয়া (২২), শহরের মোহাজের পাড়া কামাল মিস্ত্রীর বাড়ীর নুর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম @ মনিরুল ইসলাম @ হারভজন @ হারবদল @ মুন্না (২৫), মহেশখালী উপজেলার দলিয়ার পাড়ার শামশুল আলমের ছেলে লোকমান হাকিম @ হাকিম (২৬) ও শহরতলির লাইট হাউজ পাড়ার মৃত আঃ গফুরের ছেলে মোঃ হানিফ (৩৬)। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ৬টি ছোরা, ৩টি মুখোশ, ৪টি লোহার রড।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত: