ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে চুনতি ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন রিনা (২০) ও ছানোয়ারা (৩০)।
দোহাজারী হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আদম আলী বলেন, “চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথরবোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

পাঠকের মতামত: