ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

‎কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত সভাপতিকে নিয়ে সহ-সভাপতির ভাইরাল স্ট্যাটাস

‎”ফ্যাসিবাদী সরকারের দুধের সর খেয়েছি,
‎এখন মাঝ অংশ, তলানি,মাখন সব খাব”
‎সাবাশ প্রেসক্লাবের স্ব-ঘোষিত সভাপতি
‎——————————————

সাংবাদিক তথা সংবাদপত্রের স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব কালাকানুনের বিরুদ্ধে ষোল বছর সব ঝুঁকি নিয়ে আন্দোলন করলাম আমরা। ফ্যাসিবাদ যেতে না যেতেই আপনিই এখন প্রেসক্লাবের সভাপতি ?
‎ আপনি তো ফ্যাসিবাদে বিশ্বাসীদের প্যানেলের সভাপতি ছিলেন এবং ২০২৪ এর ০৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের সাথে ছিলেন। এখন আপনার নৈতিক অবস্থান কোথায়?
‎ষোল বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি কর্মসূচিতেও আপনাকে কেউ দেখেনি, উপরন্তু ফ্যাসিবাদী সরকারের সুবিধা নিয়ে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করেছেন ।
‎আর আপনি এখন প্রেসক্লাবের স্ব-ঘোষিত সভাপতি,
‎দাবিয়ে বেড়াচ্ছেন সরকারি সব অফিস আদালতে
‎সরকারি প্রোগ্রামে আপনার চেয়ার দখলের প্রতিযোগিতা দেখার মত দৃশ্য।

সাবাশ স্ব-ঘোষিত সভাপতি। জনগণের প্রতি অনুরোধ স্ব-ঘোষিত এই সভাপতিকে প্রতিদিন সংবর্ধনা দিতে।
‎আপনি যে ফ্যাসিবাদী সরকারের সময়েও প্রেসক্লাবের সভাপতি ছিলেন তা ভুলে যাবেন না এবং ভুলাবার অপচেষ্টা করবেন না। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুধের সর খেয়েছেন, এখন দুধের মাঝ অংশ এবং তলানিও খেতে চাচ্ছেন? খান খান।
‎স্ত্রী, শ্যালক, ভাগিনাদেরও প্রেসক্লাবের সদস্য করেছেন, করেন কিন্তু বঞ্চিত সাংবাদিকরা কী দোষ করলো?
‎ফ্যাসিবাদের দোসরদের সাথে আপনার দহরম মহরমের অসংখ্য ভিডিও-ছবি হাতে এসেছে। প্রকাশ করা হবে একে একে।

জি এ এম আশেক উল্লাহ, সহ-সভাপতি কক্সবাজার প্রেসক্লাব।  তাঁর Facebook পেইজে ২৬ ডিসেম্বর ২০২৪ স্ট্যাটাস দেন।

পাঠকের মতামত: