ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

জেলার শীর্ষ ‎রাজনৈতিক নেত-সাংবাদিকদের মতবিনিময়

‎কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে

গতকাল সোমবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের সাথে পৃথকভাবে এ মত বিনিময়ের সময় বৈষম্যের শিকার সাংবাদিকরা ক্লাবের জটিলতা নিরসনে হস্তক্ষেপ কামনা করেন।
‎মতবিনিময় কালে সাংবাদিকরা বলেন, কক্সবাজার প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সদস্যপদ প্রাপ্তির সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাদের প্রেসক্লাবের সদস্যপদ দেয়া হয়নি।

‎আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পর সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সময়ের সুবিধাভোগী কয়েকজন মিলে রাতের অন্ধকারে হঠাৎ একটি কমিটি ঘোষণা করে প্রেসক্লাবের চেয়ারে বসে যায় বর্তমান নেতৃত্ব। তাঁরা বৈষম্যের শিকার সাংবাদিকদের দ্রুত সদস্য পদ দেয়া হবে বলে আশ্বস্ত করলেও অদ্যাবধি সদস্যপদ দিতে
‎নানা টালবাহানা করে যাচ্ছেন এবং সর্বোপরি অস্বীকার করছেন।

‎সাংবাদিকরা আরও বলেন, কক্সবাজার প্রেস ক্লাবের বর্তমান স্বঘোষিত কথিত কয়েকজন নেতা এই ক্লাবকে নিজেদের পকেটস্থ করার জন্য স্বৈরতান্ত্রিক কায়দায় নিজেদের পারিবারিক ক্লাবে পরিণত করছেন। স্ত্রী, শ্যালক, ভাগিনা ও ম্যানেজারসহ আপনজনদের রাতারাতি সদস্যপদ দিয়ে পারিবারিক ক্লাবে পরিণত করে এই ব্যবস্থাকে পাকাপোক্ত করতে তারা গোপন তফসিলের মাধ্যমে নিজেদের মতো করে ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় সদস্যপদ বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের
‎মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বঘোষিত নেতাদের ফ্যাসিবাদী ও স্বৈরাচারি মানসিকতার কারণে এক সংঘাতময় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোন সময় অপ্রীতিকর ও অনভিপ্রেত ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এসময় ‎উপস্থিত ছিলেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য মুহম্মদ নুরুল ইসলাম ও জিএএম আশেক উল্লাহ, আনছার হোসেন, ইব্রাহিম খলিল মামুন, মোহাম্মদ হাসিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, হুমায়ুন সিকদার, সরওয়ার সাঈদ, জসিম উদ্দিন, নুরুল হক চকোরী, আব্দুর রহমান, ইসলাম মাহমুদ, মোহাম্মদউর রহমান, জাহেদ হোসেন, মাসুদ, মহিউদ্দিন মাহী, আতিকুর রহমান মানিক, জাহেদ হোসেন, এসকে সেলিম, শামসুল আলম শ্রাবন, রাশেদুল ইসলাম, বোরহান উদ্দিন রব্বানী ও মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ।

পাঠকের মতামত: