ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার পৌর কাউন্সিলর বাবু আর নেই…

নিউজ ডেস্ক :: মারা গেছেন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু (ইন্নালি….রাজেউন)।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্ট্রোক করে গত বুধবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শেষে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে পুরোপরি অজ্ঞান অবস্থায় ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। বহু চিকিৎসা দেয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই তাকে মৃতই ধরা হয়েছিলো। দুইদিন অপেক্ষার পর বেঁচে থাকার আশা শেষ হওয়ায় অবশেষে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলো।

পাঠকের মতামত: