ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার ডিসি গোল্ডকাপের চ্যাম্পিয়ন চকরিয়া

মাহাবুবুর রহমান, কক্সবাজার :: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলা। ফাইনালে তীব্র প্রতিদ্ধদ্ধিতাপূর্ন ম্যাচে মহেশখালী উপজেলাকে হারিয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চকরিয়া উপজেলা।

৭ জুন কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে মহেশখালী ও চকরিয়ার খেলোয়াড়রা মাঠে তীব্র প্রতিদ্ধদ্ধিতা পূর্ণ ভাবে খেলে উভয় দল বেশ কয়েকটি আক্রমন পাল্টা আক্রমন করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।

ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে এতে ৩-২ গোলে জয়ী হয় চকরিয়া। খেলা দেখার জন্য মাঠে বিকাল ৩ টা থেকে উপস্থিত হতে থাকে দর্শকরা। বেলা গড়ার সাথে সাথে প্রায় ৭ হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারী প্যভেলিয়ন পূর্ণ হয়ে যায়।

এ সময় উপস্থিত অনেক দর্শকও বলেছে অনেকদিন পর মাঠে বসে ফুটবল খেলা দেখতে পেরে ভাল লেগেছে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অনুষ্টানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের, এতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুল খালেক, স্পন্সর প্রতিষ্টান বসুন্ধরা গ্রুপের ম্যানেজার এস এম আবু হেনা। এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: