ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজার ডিসি কলেজে দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের অন্যতম আধুনীক শিক্ষা প্রতিষ্টান কক্সবাজার ডিসি কলেজে এক দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

কক্সবাজার ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় দিন এই ব্যপাী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

২৫ নভেম্বর কক্সবাজার ডিসি কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, জেলা ক্রীড়া অফিসার মঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন, এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ও ডিসি কলেজ।

প্রভাষক মুমতাহিনা সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪ দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা খেলায় অংশ নেয়।

পাঠকের মতামত: