কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৩১ জানুয়ারী জেলা আওয়ামীলীগের অনুষ্টিতব্য কাউন্সিলে সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেছেন, কোন খারাপ মানুষকে কক্সবাজার জেলা আওয়ামীলীগে জায়গা করে দিবেন না। আওয়ামীলীগের কাউন্সিলার গন যোগ্য, পরিক্ষিত ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নেতা নির্বাচিত করতে ভুল করবে না। এমন নেতাও আছেন জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচন করেছেন, মাঠে ময়দানে ভোট চেয়েছেন, বক্তৃতা দিয়েছেন, তাদের কেউ কেউ এখন জেলা আওয়ামীলীগ দখলে নিতে চাইছেন। এসব সুবিধাবাদী, সন্ত্রাসী ও দূর্বৃত্তদের দলের বড় পদে আসতে দেয়া যাবে না। তাদের রাজনীতি থেকে বিতাড়িত করার ক্ষমতা এখন কাউন্সিলারদের হাতে। আগামী ৩১ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রমান করে দিতে হবে আওয়ামীলীগে সন্ত্রাসী, ভূমি দস্যু ও খারাপ মানুষের কোন জায়গা নেই। তিনি গতকাল ২৬ জানুয়ারী কুতুবদিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি এদিন সকালে কুতুবদিয়ায় হযরত আবদুল মালেক শাহ হুজুরের মাজার জেয়ারত করে আনুষ্টানিকভাবে তার প্রচারণা শুরু করেন এবং জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেয়ারত শেষে তিনি এদিন কুতুবদিয়া জেলা পরিষদ ডাক বাংলোতে কুতুবদিয়ার কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বি.কমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, শফিউল আলম কুতুবী, লায়ন কমরুদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, মাতামুহুরী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মহসিন বাবুল, চকরিয়ার ফজলুল করিম সাঈদী, কুতুবদিয়ার সেলিম চৌধুরী, মাষ্টার আহমদ উল্লাহ, আজমগীর মাতব্বর চেয়ারম্যান, আক্তার হোছাইন চেয়ারম্যান, চেয়ারম্যান সিরাজ উদ্দৌল্লাহ, মুসলেম খান, আবু ইউসুপ মাতব্বর, এড. কামাল উদ্দিন আহমেদ, এড. জিল্লুর রহমান, মোস্তাক আহমদ, শাহাজাহান সিকদার, নজরুল ইসলাম, আজিম উদ্দিন সিকদার, মৌলনা মোঃ তাহের, জন্জুর আলম(দুবাই), শেখ শহীদুল আলম, মিজবাহ উদ্দিন ইকু, শফিউল ইসলাম মুর্শেদ, তৌহিদুল ইসলাম আরফাত, এইচ এম সাজ্জাদ, রেজাউল করিম, শাহাজাহান, শেখ মকবুল আহমদ, জহির উদ্দিন বাবুল, আবু জাফর সিদ্দিকী, জিয়া উদ্দিন, চকরিয়ার শওকত হোসেন, আসিফ, পরিমল ও মাতামুহুরীর শহীদুল ইসলাম মেম্বার। এদিন বিকাল ৩টায় পেকুয়া উপজেলার আওয়ামীলীগের কাউন্সিলদের নিয়ে এক সভা জেলা আওয়ামীলীগের নেতা এসএম গিয়াস উদ্দিনের বাসভবনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কামাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য সালাহ উদ্দিন আহমদ সিআইপি, এসএম গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম বিএসসি, নুরুল আজিম চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী বিটু, ফরিদুল আলম, আজমখান, ওয়াহিদুর রহমান ওয়ারেচী, আবুল হোসেন শামা। এদিন বিকালে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলরদের নিয়ে এক সভা ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মহসিন বাবুলের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম বুলবুল, সাংবাদিক জহিরুল ইসলাম, মকছুদুল হক ছুট্টো, ছৈয়দ আলম কমিশনার, আতিক উদ্দিন চৌধুরী, আশফাক উদ্দিন, জুবাইয়ের আহমদ বিএসসি, মাশেক আহমদ, আবুল কালাম আজাদ, দিদারুল হক চেয়ারম্যান, হারুন সরওয়ার বাদল, চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, চেয়ারম্যান ইব্রাহিম খলিল, চেয়ারম্যান রুস্তম আলী, সুলতান মাহমুদ, নুরুল হক মেম্বার, গোলাম কাদের, সোলতান আহমদ মেম্বার, জসিম উদ্দিন টিটু, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম মেম্বার, ডা. গিয়াস উদ্দিন, আবু তৈয়ব, হেফাজ উদ্দিন, শাহনেওয়াজ, খলিল, বদি আলম, কাইছার, মামুন, শাহ আলম, রবিউল এহেছান লিটন। কাউন্সিলারদের নিয়ে সালাহ উদ্দিন আহমেদ সিআইপি’র এসব সভায় প্রায় ৯০ভাগ কাউন্সিলার উপস্থিত ছিলেন। তারা সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নির্বাচিত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মতামত: