ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

lasকক্সবাজার প্রতিনিধি :::
কক্সবাজারে একটি হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার বিকালে শহরের ‘কক্স টুডে’ হোটেলে এয়ারকুলার আইটডোর ইউনিট সঙ্গে আটকানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায় বলে কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানিয়েছেন।নিহত সোনিয়ার (২৫) বাড়ি বরগুনায়। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই রহিম বলেন, “সোনিয়া ও তার দুই বন্ধু শনিবার সকালে কক্স টুডে -তে ওঠেন। রোববার বিকাল ৫টার দিকে হোটেলের দ্বিতীয় তলার এয়ারকুলার আউটডোর ইউনিটের সঙ্গে আটকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনার পর সুদীপ পাল (৩৫) নামে এক বন্ধুকে আটক করা হলে অন্য বন্ধু পালিয়ে যান বলে জানান এসআই।

এসআই রহিম বলছেন, এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। সোনিয়ার ও তার বন্ধুদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার ব্যাপারে জানতে হোটেল কক্স টুডে এর ম্যানেজার আবু তালেবের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

পাঠকের মতামত: