ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার শহরে নাস্তার দেয়ার লোভ দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ নভেম্বর) জেলা শহরের মোহাজের পাড়ায় দুপুরে এ ঘটনা ঘটে। তবে জানাজানি হয় রাতে। এরপর স্থানীয়রা আটক করে ঘটনায় অভিযুক্ত ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক ওই নরপাষণ্ডের নাম তারেক (২২)। সে একই এলাকার ফরিদুল আলমের পুত্র।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দীন সেতু জানান, পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে ওই শিশুকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে তারেক। সেখানেই ধর্ষণ করে। ওই সময় তারেকের মা-বাবাসহ বাড়িতে কেউ ছিলো না। রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে। তখন অভিযুক্ত তারেককে আটকে রাখে এবং ধর্ষণের শিকার শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, ‘রাত ১টার দিকে অভিযুক্তকে আটক করে থানা আনা হয়। ভিকটিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: