নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ১১ জন জেলে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৮০, আইয়ুব আলী (৫২), শফিক (২৭) ও দিল আহমেদ (৩৪)।
কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে ইলশি ধরে তারা ৬ নম্বর ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে।
ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করছিল ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই আবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, দগ্ধদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: