ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

ershadপ্রেস বিজ্ঞপ্তি:

নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা শহরের আসাদ কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। কমিটির সভাপতি ও হেল্প কক্সবাজার এনজিও’র নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৪টায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন হেল্প কক্সবাজার এনজিও’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট আবু তাহের, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, এ্যাডভোকেট ছৈয়দুল আলম, জুনাইদ চৌধুরী, মো: আলম, মোস্তাক আহমদ, সাংবাদিক আমিনুল হক আমীন, আবদুল হামিদ খান, মাস্টার জাহাঙ্গীর আলম, মৌলভী রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, আমান উল্লাহ আমান ও ইয়ুত এ্যাম্বেসেডর মো: আরিফুল ইসলাম প্রমূখ। সভায় কক্সবাজার জেলার নারী-শিশু পাচার ও নির্যাতনের উপর একটি তথ্য চিত্র নিয়ে বিষদ আলোচনা হয়। বক্তারা নারী-শিশু পাচার ও নির্যাতনে হেল্প কক্সবাজার ও কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। মানবপাচারের পাশাপাশি মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাচারের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে নজরদারী আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদকে সভাপতি, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও নুরুল আলম সাদেকীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। #

পাঠকের মতামত: