ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারের যানজট নিরসনসহ শহরের রোড নেটওয়ার্ট বিষয়ক সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি ::  ৮ এপ্রিল ২০১৯ তারিখ পর্যটন নগরী কক্সবাজারের যানজট নিরসনসহ শহরের রোড নেটওয়ার্ক বিষয়ক সমন্বয় সভা কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি। সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান বলেন,বর্তমানে পর্যটন নগরী কক্সবাজার বিশে^র দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও পর্যটন সেবা ও অন্যান্য উন্নয়নমূলক কাজে আমরা অনেক পিছিয়ে আছি। তাই কক্সবাজার তথা দেশের উন্নয়নের স্বার্থে সকল প্রতিষ্ঠানকে অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করা প্রয়োজন। তিনি আরো বলেন, সকল সরকারি দপ্তর/সংস্থাসমূহ মাস্টার প্ল্যান অনুযায়ী পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করলে কক্সবাজারকে বিশে^র অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এক্ষেত্রে তিনি সকল দপ্তর/সংস্থার সমন্বয় এবং সমন্বিত উন্নয়ন প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ রোড নেটওয়ার্ক বিষয়ে তাদের পরিকল্পনাসমূহ উত্থাপন করেন এবং কক্সবাজারের উন্নয়নের স্বার্থে সকলের সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার মতামত জ্ঞাপন করেন।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ,সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার বিমান বন্দর সহ উপস্থিত দপ্তর/সংস্থাসমূহের চলমান এবং পরিকল্পনাধীন প্রকল্প নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সদস্য (প্রকৌশল), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মেজর মো: মুনতাসির মামুন পিএসসি, উপ-অধিনায়ক ১৬ ইসিবি; জহির উদ্দিন আহমদ, নির্বাহী প্রকৌশলী কক্সবাজার গণপূর্ত বিভাগ; মোহাম্মদ নুরুল আলম, নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, প্রকৌশলী মো: আব্দুল কাদের গণি, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার; বাবুল চন্দ্র বনিক এএসপি (ট্রাফিক), প্রকৌশলী বদিউল আলম, বোর্ড সদস্য কউক; ডা.সাইফুদ্দিন ফরাজি, বোর্ড সদস্য কউক; মছউদুর রহমান, এসডিই সড়ক ও জনপথ বিভাগ; এম. শাকের আহমেদ, পুলিশ পরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার; মো: মনির হোসেন মোল্লা, সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী, কক্সবাজার বিমান বন্দরসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ।

পাঠকের মতামত: