ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি -সিনিয়র সচিব হেলালুদ্দীন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: কক্সবাজারের পর্যটন কেন্দ্র সমুহ খুলে দেওয়ার কোন সিদ্ধান্ত এখনো হয়নি। করোনা সংক্রামণের আধিক্য এখনো অব্যাহত থাকায় কক্সবাজারের পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়া হচ্ছে না।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, করোনা সংক্রামণ প্রতিরোধ সংক্রান্ত কক্সবাজার জেলার সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, করোনা সংক্রামণ প্রতিরোধে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আভ্যন্তরীন ফ্লাইট চলাচল পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে। যাতে কক্সবাজারে পর্যটক আসতে নাপারে। করোনা সংক্রামণ কমে আসলে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি তখন চিন্তা করা হবে বলে জানান-কক্সবাজারের কৃতি সন্তান, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

পাঠকের মতামত: