সোয়েব সাঈদ, রামু ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদূত এবং মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১২ তম মৃত্যুবার্ষিকী রামুতে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
তিনি বলেন- অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী বহুগুণে গুণান্বিত মানুষ ছিলেন। তিনি রাজনীতি, শিক্ষার প্রসার, সমাজসেবা, ক্রীড়া, সংস্কৃতিসহ গণমানুষের কল্যাণে নিজ কর্মদক্ষতায় মানুষের হৃদয় জয় করেছিলেন। ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধু কক্সবাজারের নন, তিনি বাংলাদেশের অন্যতম সমাজসেবক ছিলেন। শিক্ষা ও জনকল্যাণে তাঁর অবদান এদেশে বিরল। তিনি রামুর সন্তান হলেও যেখানে বিচরণ করেছেন সেখানেই নিজের কর্মকান্ডে সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর মতো কীর্তিমান মানুষের আদর্শ অনুসরণ করে সবাইকে জনকল্যাণকর কাজে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৭ আগষ্ট) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন- মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ওসমান সরওয়ার আলম চৌধুরী সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন রাজনীতিরও শিক্ষক। যে কারণে রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষার প্রসার, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির সাথেও নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। তার মতো নেতা পাওয়া সবার জন্য সৌভাগ্যের। ওসমান সরওয়ার আলম চৌধুরীর জীবনের প্রতিটি কর্ম শিক্ষণীয়। কাজের মাধ্যমে তিনি সবার মাঝে অমর হয়ে থাকবেন।
স্মরণ সভায় ওসমান সরওয়ার আলম চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ওসমান সরওয়ার আলম চৌধুরী শিক্ষার প্রসারে সবচেয়ে বেশী অবদান রেখে গেছেন। ওসমান সরওয়ার আলম চৌধুরীর নৈতিক শিক্ষাই এখন তাঁর মূল চালিকা শক্তি। মরহুম বাবার আদর্শ লালন করেই এখন তিনি রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম কবির মেম্বার, জেলা আওয়ামীলীগ নেতা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি ও আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, প্রবীন শিক্ষক কিশোর বড়–য়া, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট একেরামুল হুদা, সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, অপূর্ব পাল, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল কালাম, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, রামু উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আজিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনছারী, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ন আহবায়ক ইব্রাহীম খলিল ও এনামুল হাসান রিয়াদ প্রমূখ। স্মরণ সভা সঞ্চালনা করেন- রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক।
এর আগে সকালে ওসমান ভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১২ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী-অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রামু মন্ডলপাড়াস্থ মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবর জেয়ারত এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
প্রকাশ:
২০২২-০৮-২৮ ১৪:৫৭:৪০
আপডেট:২০২২-০৮-২৮ ১৪:৫৭:৪০
- চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী নাজমুল ইসলাম গ্রেফতার
- চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী নাজমুল ইসলাম গ্রেফতার
- আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
পাঠকের মতামত: