ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

‘ওবায়দুল কাদেরের নির্দেশে আমাকে অবরুদ্ধ রাখা হয়েছে’

কালেরকন্ঠ : ঈদের দিন নিজের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

গতকাল শনিবার বিকেল ৩টায় মওদুদ তার নোয়াখালীর গ্রামের বাড়ি থেকে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বেরোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

মওদুদ আহমদের অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ আমাকে অবরুদ্ধ করে রেখেছে। কাদেরের নির্দেশের পুলিশ এসব কাজ করছে।

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের যত বড় রাজনৈতিক দলের নেতাই হন না কেন, তিনি তার এলাকায় গণতন্ত্রের কোনো সুযোগ রাখেন নাই।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিরাপত্তা জনিত কারনেই মওদুদ আহমদকে বাড়ি থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত: