ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

উন্নয়ন ও নিরাপদ নগরী গড়তে চসিক নির্বাচনে নৌকায় ভোট দিন- গণসংযোগকালে এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় তথা নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সমর্থনে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমএ।

এমপি জাফর আলম ২২ জানুয়ারী শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগকালে এমপি জাফর আলমের সাথে ছিলেন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি, কক্সবাজার জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরুদ্দীন আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনছুর আলমসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে এমপি জাফর আলম চট্টগ্রাম মহানগরীর আলকরণ, জামাল খান, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম ভাইকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এদিকে সিটি নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায়ও বিশেষ অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম।

এ সময় এমপি জাফর আলম নিরাপদ নগরী গড়তে চট্টগ্রাম মহানগরে স্থায়ীভাবে বসবাসরত দলমত নির্বিশেষে চকরিয়া ও পেকুয়াসহ কক্সবাজার জেলার ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার এবং নৌকার সমর্থনে কাজ করার আহবান জানান।

পাঠকের মতামত: