ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও অংশগ্রহণমূলক ভূমিকা চাই

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজারকে ঘিরে সরকারের মহৎ পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে অনেক প্রকল্প দৃশ্যমান হয়েছে। আরো অনেক কাজ হওয়ার পথে। কক্সবাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও অংশগ্রহণমূলক ভূমিকা থাকা দরকার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় জাতীয় প্রেসক্লাবসহ দেশের অনেক প্রেসক্লাবের ভবন হয়েছে। মিডিয়া হাউসগুলোর উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা দিচ্ছেন।
মতবিনিময়কালে কক্সবাজার প্রেসক্লাব ভবনকে ২০ তলা বিশিষ্ট করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন আবুল কালাম আজাদ। সে ক্ষেত্রে তিনি সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, প্রবীণ সাংবাদিক বদিউল আলম, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, মোহাম্মদ জুনাইদ, ইমাম খাইর প্রমুখ।

পাঠকের মতামত: