ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উদ্ধার হয়েছে পর্যটক নিয়ে সাগরে বিকল হওয়া জাহাজ

টেকনাফ প্রতিনিধি ::

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার সময় ‘এলসিটি কাজল’ নামে পর্যটকবাহী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এতে ২৫০ জনের বেশি পর্যটক আটকা পড়েছিলেন।

ওই জাহাজটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী।

তিনি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনার একটু আগে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে জাহাজ কর্তৃপক্ষ সেটি পুনরায় চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

তিনি বলেন, যে এলাকা দিয়ে জাহাজটি আসে, সেটি মিয়ানমারের জলসীমানায়। সেখানে কোস্ট গার্ড ছিল। টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে আরেকটি জাহাজ এলসিটি কুতুবদিয়ার যাত্রীদের উদ্ধার করতে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাহাজ ও পর্যটকদের রাতে উদ্ধার করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: