ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫

অনলাইন ডেস্ক :: উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রোহিঙ্গা। তাঁদের মধ্যে একজন নারী ও তিনজন শিশু রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০-এ এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় ওই এলাকায় রোহিঙ্গাদের বহু ঘর পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়নও বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

পাঠকের মতামত: