ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

উখিয়া-টেকনাফ-রামু সংরক্ষিত আসনে আশরাফ জাহান কাজল নির্বাচিত

ফারুক আহমদ, উখিয়া :: উখিয়ার জনবান্ধন নারী আশরাফ জাহান কাজল বিপুল ভোটের ব্যবধানে পুনরায় কক্সবাজার জেলা পরিষদের (উখিয়া-টেকনাফ-রামু) সংরক্ষিত আসনে সদস্যা নির্বাচিত হয়েছেন।

১৭ অক্টোবর, সোমবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। রির্টানিং অফিসার কতৃক প্রাপ্ত ফলাফলে আশরাফ জাহান কাজল দোয়াত কলম মার্কায় উখিয়া উপজেলায় ৪৯ ভোট টেকনাফ উপজেলায় ৫৫ ভোট ও রামু উপজেলায় ৬৩ ভোট সর্বমোট ১৬৭ ভোট পেয়ে নির্নাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তসলিমা আকতার গোলাপীর প্রাপ্ত ভোট হচ্ছে ১৩৯ ভোট।
উল্লেখ্য কক্সবাজার জেলার আওয়ামী রাজনীতিতে সাদামনের মানুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনকের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার জেলার সর্ব প্রথম পত্রিকা দৈনিক কক্সবাজার সম্পাদক মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের সুযোগ্য কন্যা, উখিয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর সহ ধর্মিণী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের বড় বোন ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর মা হচ্ছেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যা আশরাফ জাহান কাজল।

এ ছাড়া অতিসম্প্রতি হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটে প্রতিদ্বন্দিতা করে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট নারী নেত্রী আশরাফ জাহান কাজল।

পাঠকের মতামত: