ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়া-টেকনাফে ৯ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার নিবন্ধন

চকরিয়া নিউজ ডেস্ক ::

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৯ লাখ ৩৫ হাজার জনের নিবন্ধন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিবন্ধনভুক্ত হয়েছে।
নিবন্ধন কার্ড নিয়ে রোহিঙ্গারা নিয়মিত ত্রাণসামগ্রী নিতে পারছে।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন চকরিয়া নিউজকে জানান, ৯ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় এখনো অনেক রোহিঙ্গা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে বলে জানা গেছে। ওই সব রোহিঙ্গা স্থায়ীভাবে বাংলাদেশে থেকে যাওয়ার নানা কেৌশল অবলম্বন করছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী চকরিয়া নিউজকে জানান, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শিবিরে ফিরিয়ে নিয়ে নিবন্ধন করা না হলে পরে প্রত্যাবাসন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত: