ফারুক আহমদ, উখিয়া :: উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের থিমছড়ি খালের উপর দীর্ঘদিনের কাংখিত পূর্বকূল খেওয়াছড়ি ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ( ২০ অক্টোবর) লেআউট দেন উখিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলা।
এ সময় উপস্থিত ছিলেন, রত্নাপালং ইউনিয়নের মান্যবর ইউ.পি চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরী, উপজেলা উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন।
চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন- দীর্ঘদিনের চেষ্টার ফসল হিসেবে এতদঞ্চলের আপামর জনসাধারণের দীর্ঘদিন মনের আকাংখার বাস্তবায়ন হতে যাচ্ছে। শত চেষ্টার পরে অবশেষে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করতে পারায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য ও ৫ পয়েন্ট ৫ মিটার প্রস্হ্য বিশিষ্ট ব্রীজটি নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এলজিইডি প্রকল্প কি বাস্তবায়ন করবেন।
পাঠকের মতামত: