ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় ৫ করোনা রোগী সনাক্ত 

কায়সার হামিদ মানিক, উখিয়া ::   উখিয়া উপজেলায় বুধবার ১৩ মে সনাক্ত হওয়া ৫জন করোনা রোগীর মধ্যে ৪জন একই পরিবারের সদস্য। উখিয়ায় গত ১১মে সনাক্ত হওয়া পল্লী চিকিৎসক রোগীও একই পরিবারের সদস্য। তাদের সকলের বাড়ি রত্নাপালং ইউনিয়নের কোট বাজারের পুর্বে খোন্দকারপাড়ায়। অপরজন করোনা রোগী এনজিও সংস্থা হ্যান্ডিকাপের একজন কর্মচারী। তিনি ঢাকা ফেরত বলে জানা গেছে।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্র মতে সনাক্ত হওয়া রোগীদের বাড়ি ও চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ রোগীদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ৫ জন রোগীর কেস হিস্ট্রি ও শারীরিক অবস্থা দেখে তাদের কোথায় চিকিৎসা দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুত্রটি জানিয়েছে। ১৩ মে সনাক্ত হওয়া ৫জন রোগী সহ উখিয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা এখন ১৪ জন।

পাঠকের মতামত: