ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় সাংবাদিক ফারুক আহমদের  মাতা”র জানাজা সম্পন্ন, শোক প্রকাশ   

বার্তা পরিবেশ ::  উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ কক্সবাজারের জৈষ্ট সাংবাদিক  ফারুক আহামদ ও অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মাষ্টার সিরাজুল ইসলামের মাতা  ছফুরা খাতুন (৯০) এর নামাজের জানাযা আজ ২৬ ফেব্রুয়ারী  বুধবার সকাল ১০ টায় অনুষ্টিত হয়েছে।

 উখিয়ার রত্না পালং ইউনিয়নের কোটবাজারস্হ খোন্দকার পাড়া জামে মসজিদের কবরস্হানের মাঠে মরহুমার নামাজের জানাযায় ইমাতি করেন  আলেমদ্বীন  জাহেদুল ইসলাম। জানাযা শেষে তাঁকে ঐতিহ্যবাহী খোন্দকার পাড়া কবরস্হানে দাফন সম্পন্ন  করা হয়। মুত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতনী, নিকট আত্বীয়সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

 মরহুমার মৃত্যুতে সর্বস্তরের নারী পুরুষের ঢল নামে। তাঁহার মুত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। জানাযার নামাজে শরিক হন  উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারমান সাংবাদিক আবদুল মাবুদ, পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ফরিদ আহমদ, উখিয়া  সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হক চৌধুরী, উখিয়া কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক  শাহ আলম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, সু- শাসনের জন্য নাগরিক সুজন উখিয়া শাখার সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব ,  সাংবাদিক মাহমুদুল হক বাবুল,সিনিয়র ব্যাংকার শফিউল আলম, বিএনপি নেতা দলিলুর রহমান শাহীন, ডাক্তার ফরিদুল আলম। এছাড়া ও জানাযায় অংশ নেন সমাজের বিশিষ্ট ব্যক্তি, আলেম ওলেমা, শিক্ষক, গণ্যমাণ্য ব্যক্তিসহ সর্বস্তরের তৌহিদী জনতা।

পাঠকের মতামত: