ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রতিনিধিরা 

ফারুক আহমদ,  উখিয়া ::  উখিয়ার কুতুপালং  সহ কয়েকটি  রোহিঙ্গা  ক্যাম্প পরিদর্শন  করেছেন জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপির নেতৃত্বে  উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা বিশাল রোহিঙ্গা  জনগোষ্ঠী আশ্রয় নেওয়ায় পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রত্যক্ষ করেন।

একই সাথে পরিবেশের  ভারসাম্য রক্ষায় বনায়ন কর্মসূচীর আওতায় রোহিঙ্গা ক্যাম্পো চারা রোপন কার্যক্রম পর্যবেক্ষন করেন পরিদর্শনে আসা জাতীয় সংসদের স্হায়ী কমিটির সদস্যরা। পরে ক্যাম্প ইনচার্জ সাইট ম্যানেজমেন্ট ও পরিবেশ সুরক্ষায় কর্মরত উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন।

 এসময় জাতীয় সংসদের  সাবের হোসেন চৌধুরী এমপি, রেজাউল করিম এমপি মহিলা এমপি খোদেজা বেগম   সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম কিবরিয়া মজুমদার বনঅধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার  উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারু উজ্জমান চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  গন উপস্থিত ছিলেন।

 এদিকে ১৮ অক্টোবর সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে জাতিগত হত্যা ধর্ষণ নির্যাতন ও অগ্নিসংযোগের শিকার হয়ে এগার লক্ষ রোহিঙ্গা উখিয়া টেকনাফে আশ্রয়  নেওয়ায় ৫ হাজার একর  বনভূমি বনজ সম্পদ   মারাত্মক ধ্বংস    হয়েছে।

পাঠকের মতামত: