ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

কায়সার হামিদ মানিক, উখিয়া ::  কক্সবাজারের উখিয়ায় দুই বন্ধুর মারামারিতে এক বন্ধুর কাঁচির আঘাতে রুবেল (২৮) নামের অপর বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উখিয়া সদরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মালভিটা পাড়া রাস্তার মূখে একটি দর্জি দোকানে এ মারামারির ঘটনা ঘটে। কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯ টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চলমান লকডাউনের মাঝে দোকানের কিছু অংশ খোলা রেখে ভিতরে কাজ চলে আসছিল। উখিয়া সদরের সিকদার বিল গ্রামের মোঃ আয়াজের মালিকানাধীন দর্জি দোকানে উখিয়া সদরের খাল কাচা পাড়া গ্রামের ফজল করিমের ছেলে রুবেল ঐ দোকানে দর্জি হিসেবে কাজ করত। তাদের সঙ্গী সিকদার বিল গ্রামের মোঃ হাশেমের ছেলে নুরুল ইসলাম ও প্রায় সময় উক্ত দোকানে এসে আড্ডা দিত। সোমবারও উভয়ে কাজের ফাঁকে আড্ডার ছলে পরস্পরের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে দর্জি দোকানের কাঁচি নিয়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উখিয়া হাসপাতালে আহতাবস্থায় নিয়ে গেলে জখম গুরুতর হওয়ায় রুবেলকে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ এপ্রিল ) রাত সাড়ে ৯ টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানান। এ ঘটনায় জড়িতদের আটক করতে উখিয়া থানা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি তদন্ত মোঃনুরুল ইসলাম মজুমদার জানান, আমরা আসামী নুরুল ইসলামের বাড়িতে অভিযানে গিয়েছি তবে বাড়ির সবাই পলাতক থাকার কারণে কাউকে গ্রেপ্তার করতে পারিনি, পাশাপাশি আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: