ঢাকা,বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ঈদগড়-ঈদগাও সড়কে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::

ঈদগড়-ঈদগাও সড়কে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দক্ষিন বাইশারীর ৭নং ওয়ার্ড়ের মোকতার আহমদ(৬২) পিতা মৃতঃ রহমত আলীর ছেলে ১৮ জুন মঙ্গলবার ঈদগড়ের ধুমছাকাটা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে মোকতার আহমেদের ছোট ভাই বাদশা মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় আজও তিনি জাম বিক্রি করার জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, বাইশারী থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঈদগড় ধুমছাকাটা কাটা সড়কে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আমার ভাই মোকতার আহমদ, এবং আমার নাতি, সিএনজির যাত্রী ও ড্রাইভার সহ গুরুতর আহত হন। সাথে সাথে আহতদেরকে ঈদগাও হসপিটালে নেওয়ার পথেই আমার ভাই মোকতার আহমদ নিহত হন।
ময়না তদন্তের জন্য তাকে কক্সবাজার প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: