মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে চান্দেরঘোনা স্লুইচগেইট সংলগ্ন বিলে ধান পাহারারত অবস্থায় তিনি এ আক্রমণের শিকার হন। নিহত জসিম উদ্দিন (৩৪) চান্দেরঘোনার মোস্তাফিজুর রহমানের পুত্র। তারই প্রতিবেশী ডোল বিক্রেতা মোহাম্মদ কালু জসিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে এ সংবাদ মাধ্যমকে বলেন, ধানক্ষেতে তেরপালের তৈরী বাসায় জনেক আমান উল্লাহর সাথে তিনি ধান পাহারা দিচ্ছিলেন। গভীর ঘুমের এক পর্যায়ে বনাঞ্চল থেকে খাদ্য অন্বেষণে আসা হাতি তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারে শোকের সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত: