এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লকডাউনের ৫র্থ দিন ঈদগাঁওতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে ঈদগাঁও বাজারে বেশ সংখ্যক দোকানপাঠ খোলা ছিল। সাধারণ মানুষের উপস্থিতিও মোটামুটি।মানুষ প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হচ্ছে। অনেকের মুখে মাস্কও নেই।
এদিকে ঈদগাঁও বাসস্টেশনে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছোট ছোট পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে বাজার এলাকায় ছোট ছোট যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। লকডাউনে ঈদগাঁও থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাঠে অবস্থান করেন।
লকডাউন ৫র্থ দিনেও কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও মার্কেটসহ অন্যন্য বেশ কিছু দোকান পাঠও খোলা রাখার দৃশ্য চোখে পড়ে।
পাঠকের মতামত: