এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া থানা পুলিশ আলীকদমে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্তসহ দুই পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২ডিসেম্বর) বিকেলে আলীকদম উপজেলার ছিনারী দোকান এলাকা থেকে ধৃত আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মৃত আবদুল মতলবের ছেলে রফিকুল আলম (৫৬) ও বমুবিলছড়ি ইউনিয়নের ফাদুখোলা এলাকার মৃত নজির আহমদের ছেলে আবদুল কাদের (৩৫)।
থানা পুলিশ জানায়, পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার ছিনারী এলাকায় চকরিয়া থানা পুলিশ একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালতের পরোয়াভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্তসহ দুই পালাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার চৌধুরীর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এস আই) অপু বড়ুয়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধৃত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হন। সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে আদালতে পৃথক ভাবে টাকা লেনদেন সংক্রান্ত প্রতারণা মামলা রয়েছে।ওই মামলায় আদালত রফিকুল আলম বিরুদ্ধে দুই বছর ও আবদুল কাদের বিরুদ্ধে দুটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি করেন।আদালত আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা করলে তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম এলাকায় অভিযান চালিয়ে ২বছরের সাজাপ্রাপ্তসহ দুই পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আদালতের প্রতারণা মামলা রয়েছে।
পাঠকের মতামত: