বান্দরবানের আলীকদম সেনাজোনের উদ্যোগে মুরুং সম্মেলন ও চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। এতে বান্দরবান সেনা ব্রিগেডের ৬৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার মেজর জেনারেল মো. জোবায়ের সালেহীন এনডিইউ পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন ও চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এসময় জোন কমান্ডার লে. কর্নেল সারওয়ার হোসেন, উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, জেলা পরিষদ সদস্য থোয়াইচালা মাস্টার ও চিঅংইঅং মুরুং এবং মুরুং নেতা ইংলক মুরুংসহ আলীকদম ও লামা উপজেলা দু’টির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে উপস্থিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, লেন্স ও চশমা প্রদান করা হয়। চট্টগ্রামস্থ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিডি’র সার্জন ডা. মো. শফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. তুষার আহমেদ’র নেতৃত্বে ১২ জনের চিকিৎসক টিম চিকিৎসা শিবিরে সেবাদান করেন। আগে থেকে চিকিৎসা শিবির সংক্রান্ত ব্যাপক প্রচারণার ফলে আলীকদম ও লামা উপজেলা দু’টির তিন শতাধিক চক্ষু রোগী আলীকদম সেনাজোনে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।
আলীকদমে মুরুং সম্মেলন ও বিনামূল্যে চক্ষু শিবির
![](https://chakarianews.com/wp-content/uploads/2016/11/Alikadam-Morung-Confarence-800x495.jpg)
পাঠকের মতামত: