ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

থানায় নিখোঁজের ডাইরী

আলীকদমে ‘নিখোঁজ’ স্কুলছাত্রী ধর্মান্তর হয়ে কাকারাতে রয়েছে’

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম :: গত রবিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে আসার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি দৈয়া মালা চাকমা (১৬) নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় তার পিতা সোনা চাকমা রবিবার রাতে আলীকদম থানায় একটি নিখোঁজের ডাইরী করেছেন। ‘নিখোঁজ’ ছাত্রীটি আলীকদম আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। তার পিতার বাড়ি নয়াপাড়া ইউনিয়নের বনপুর পাড়ায়।

থানার সাধারণ ডাইরী নং- ৫০৪ সূত্রে জানা গেছে, ‘১২ নভেম্বর সকাল নয়টার আলীকদম আইডিয়াল স্কুলে যাবে বলে ওই ছাত্রী ঘর থেকে বের হয়। পরে আর ঘরে ফিরেনি। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।’

এদিকে, ছাত্রীটির একজন বান্ধবী আইডিয়াল স্কুলের ছাত্রী জানায়, রবিবার দুপুরে এবং বিকেলে একটি নাম্বার থেকে ফোন দিয়ে ‘নিঁখোজ’ দৈয়া মালা চাকমা তার সাথে কথা বলেছেন। এ সময় সে জানায়, চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামের ‘ছোটন’ নামের একজনের সাথে তার বিয়ে হয়ে গেছে। ছোটনের পিতার নাম মোহাম্মদ হোসেন।

এ বিষয়ে সোমবার দুপুরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, ‘রবিবার ওই ছাত্রীটি তার কাছে গিয়ে বলে যে, স্বেচ্ছায় সে ছোটনকে বিয়ে করার জন্য চলে এসেছে’। এ ঘটনার বিষয়টি আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনকে জানিয়েছিলেন তিনি। পরে মেয়েটি কোর্টে এফিডেবিট করে ধর্মান্তর হয়েছেন। চেয়ারম্যান আরো জানান, ‘জন্ম সনদে দেখা যায়, ছাত্রীটির বয়স ২০ বছর।’

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, ‘অনুসন্ধান চলছে। যে লোকেশনের আছে সেখান থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’

 

পাঠকের মতামত: