আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::
বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে সাতুল বড়–য়া, সাধারণ সম্পাদক পদে মো. শামশুল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে আমলাই ¤্রাে নির্বাচিত হয়েছেন।
জাতীয় শ্রমিক লীগের আলীকদম উপজেলার আহ্বায়ক সাতুল বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী। উদ্বোধক হিসেবে জেলা আওয়ামলীগের শ্রম সম্পাদক মোঃ মুছা কোম্পানী ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামলী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, উপজেলা আওয়ামলীগের আহ্বায়ক মোজাম্মল হক ও যুগ্ম আহ্বায়ক থোয়াইচাহা মার্মা প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার চারটি ইউনিয়ন ও ওয়ার্ডের ৮০ জন ও আহ্বায়ক কমিটির ১১ জন কাউন্সিলরের মধ্যে ৮৪ জন কাউন্সিলর ভোট দেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
পাঠকের মতামত: