অনলাইন ডেস্ক :::
উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো রবিবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়া দাবি করেছে, তাদের পাশ্ববর্তী দেশ উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়া এবার একটি আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে যাচ্ছে। এর জবাব দিতে প্রস্তুতিও নেয়ার শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
তারা আমেরিকার তৈরি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে। গত সপ্তাহে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর থেকেই দক্ষিণ কোরিয়া আরও বেশি সতর্ক অবস্থান নিয়েছে। সূত্র : বিবিসি
পাঠকের মতামত: