নিজস্ব প্রতিবেদক ::
ভোটারবিহীন অবৈধ সরকার উন্নয়নের নামে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রেখেছে। বাস্তবে জনগণের কোন উপকারই এই স্বৈরাচারী সরকার গত ১২ বছরেও করতে পারেনি। এতদাঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জনগণের রাজনীতি করতে গিয়ে বার বার সরকারের রোষালনের শিকার হয়েছেন। শেষপর্যন্ত তাকে অবৈধ সরকার গুম করার পর দেশব্যাপী জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে সেই সালাহউদ্দিনকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ফেলে আসা হয়। এখন সময় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান এবং সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার।
আজ শনিবার বিকেলে এটিএন পার্ক হলরুমে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম ও আকতার ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি, সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক ও মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলার সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমূখ। সম্মেলনে দল এবং সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের সভাপতির বক্তব্যে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীকে ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আরো বলেন, এখন সময় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার। এজন্য আগামীতে তীব্র আন্দোলন-সংগ্রামের প্রয়োজন রয়েছে। সেই আন্দোলন-সংগ্রামে জনগণকে সাথে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়তে প্রস্তুতি নিতে হবে।
দলীয় সূত্র জানায়, পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের পর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য জেলাকে দায়িত্ব দেওয়া হয়। অচিরেই জেলার দায়িত্বপ্রাপ্তরা চকরিয়া পৌরসভা বিএনপির নতুন কমিটি ঘোষণা করবেন।
প্রকাশ:
২০২১-০১-১৭ ১৩:২৬:৫০
আপডেট:২০২১-০১-১৭ ১৩:২৬:৫০
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: