ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আজ কুতুবদিয়া বড়ঘোপ ইউপি উপ-নির্বাচনে ত্রিমুখী লড়াই

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া (কক্সবাজার) :: আজ কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ত্রিমুখী লড়াই। গত মঙ্গলবার রাত হতে প্রচারণা বন্ধ থাকলেও হাউজ ক্যাম্পিং থেমে নেই। স্বল্প সময়ের নির্বাচনে (১৫মাস) জল্পনা কল্পনার শেষ নেই। জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচনকে হার মানিয়েছে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এবারের উপ-নির্বাচনে দলীয় প্রতীকের নির্বাচন করে যাচ্ছে শুধু নৌকা প্রতীক আওয়ামীলীগ। আর অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে যাচ্ছে।
এ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম,স্বতন্ত্রপ্রার্থী কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ঘোড়া প্রতীক) আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন, স্বতন্ত্রপ্রার্থী (আনারস প্রতীক) তৌহিদুল ইসলাম খোকন নিয়ে নির্বাচন করে যাচ্ছে। নির্বাচনী এলাকার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে আ’লীগ প্রার্থী (প্রতীক নৌকা) আবুল কালাম, স্বতন্ত্রপ্রার্থী কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ঘোড়া প্রতীক) আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন,এই দুই প্রার্থী কাজি হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। স্বতন্ত্রপ্রার্থী (আনারস প্রতীক) তৌহিদুল ইসলাম খোকন অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। বাকি ৭টি ভোট কেন্দ্রে প্রার্থী না থাকায় ঐ এলাকার ভোটারগণ সৎ  ও যোগ্যপ্রার্থী খোজছেন।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫০টি কক্ষ,অস্থায়ী ভোট কক্ষ ৬টি। মোট পুরুষ ভোটার ৯৯০৭জন, মহিলা ভোটার ৯৩৫৬জনসহ মোট ভোটার ১৯২৬৩জন বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ জামসেদুল ইসলাম সিকদার এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত চাকমা জানান, বড়ঘোপ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট থাকবে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, এ নির্বাচনে দুইদল কোস্টগার্ড, প্রতি ভোট কেন্দ্রে অফিসারসহ ৫জন পুলিশ, প্রতি ভোট কেন্দ্রে ১৭জন আনসার থাকবে। এ ছাড়াও পর্যাপ্ত রির্জাভ পুলিশ রয়েছে।

পাঠকের মতামত: