ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘রোড টু হাইয়ার স্টাডি’ সেমিনার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদম উপজেলায় বেসরকারি গ্রন্থগার আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘রোড টু হাইয়ার স্টাডি’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বলেছেন, ‘আশাকে জাগিয়ে রেখে সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যস গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে আমি খুব পছন্দ করি। কারণ তাদের মধ্যে আশার সঞ্চয় হলে তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।’

(৫ মে) উপজেলা রিসোর্স সেন্টার হলরূমে আজাদ স্মৃতি পাঠাগার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও চট্টগ্রাম বেপজা স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ ও আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন আজাদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন।

প্রধান অতিথি মেহরুবা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘জীবনটাকে এগিয়ে নিতে হলে সেল্প মোটিভেশন প্রয়োজন। আশাটাকে জাগিয়ে রেখে জীবন তরী এগিয়ে নিলেই কাঙ্খিত সাফল্য ধরা দিবে।’ তিনি কিভাবে নিজের আত্মোন্নয়নে সচেষ্ট ছিলেন তার সংক্ষিপ্ত তথ্য-উপাত্ত তুলে ধরে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগি হয়ে উচ্চ শিক্ষায় ব্রতী হওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, আলীকদম উপজেলায় আজাদ স্মৃতি পাঠাগার আমার গর্বের প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে আমরা ক’জন মিলে এ সংগঠন প্রতিষ্ঠা করি। এটি সরকারি নিবন্ধিত সংগঠন। ২০২১ সালে প্রথমবারের মতো আলীকদমে ‘রোড টু হায়ার স্টাডি’ সেমিনার আয়োজন করে সংগঠনটি। এর সুফল পেয়েছে স্থানীয় ১০ শিক্ষার্থী। তারা বর্তমানে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ^ বিদ্যালয়ের ছাত্র জেকি মার্মা, রেজাউল করিম, সাইফুল ইসলাম রিমন ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাবিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক ও তথ্যবহুল বক্তব্য রাখেন।

এছাড়াও সেমিনারে উচ্চ শিক্ষায় নিজেদের কিভাবে সম্পৃক্ত করেছেন তার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেকি মার্মা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাবিল সাদিক ফাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব আলী, গ্লোবাল ইসলামি ব্যাংকের অফিসার জুলকার নাইন, ভেটেনারি এন্ড এনিমেল সাইন্সের ছাত্র হাবিবুর রশীদ সুমন, ঢাবি শিক্ষার্থী মোঃ আরমান, আবু সৈয়দ ইবু, চবি শিক্ষার্থী ক্যানুমং তংচংগা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন উলফাত সাফি , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছৈয়দ, মোহাম্মদ হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আজাদ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের সময়ে আলীকদম থেকে গিয়ে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ন্যূনতম অভিজ্ঞতা শেয়ারের কোন স্পেস ছিল না। গতবছরের মতো এবারও আজাদ স্মৃতি পাঠাগার ‘রোড টু হাইয়ার স্টাডি’ সেমিনার আয়োজন কওে এ জনপদের শিক্ষার্থীদের গাইড লাইন দিতে পাশে দাঁড়িয়েছে।

সেমিনারে প্রধান অতিথি গত ২৭ রজমান আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পাঠকের মতামত: