ঢাকা,শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

অবশেষে রাজনীতিতে কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’ প্রিয়াংকা!

অনলাইন ডেস্ক ::

ভারতীয় রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন ইন্দিরা গান্ধির নাতনী এবং রাজিব গান্ধির মেয়ে প্রিয়াংকা গান্ধি ভদ্র (৪৭)। তিনি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধির ছোট বোন।

ভারতে আগামী মে মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রিয়াংকা গান্ধির অর্ন্তভুক্তি কংগ্রেসের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা এই বিষয়টিকে কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’ বলে অভিহিত করেছেন।

প্রিয়াংকা গান্ধিকে আগামী ১ ফেব্রুয়ারী থেকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে  সংগঠনকে আরো শক্তিশালী করতে যাচ্ছে কংগ্রেস। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত: