ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

অবরোধ সফল করায় কক্সবাজার জেলা বিএনপি’র কৃতজ্ঞতা ও নেতাকর্মীদের মুক্তি দাবী

প্রেস বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির এক দফা বাস্তবায়নের দাবীতে ৩ দিনের অবরোধে কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না সর্বসাধারণ মিডিয়াকর্মী ও নেতাকর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

নেতৃবৃন্দ আরও বলেন গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়ায় যারা মিথ্যা গায়েবি মামলার স্বীকার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জাতী গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বধানকারী নেতা হিসেবের গন্য করবে।

গনতন্ত্রের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকবার জন্য আহবান জানান। গনতন্ত্র মুক্তির আন্দোলন করতে গিয়ে এই পরযন্ত জেলায় মামলা হয়েছে ৮ টি।

গনতান্ত্রিক আন্দোলনে কক্সবাজার জেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের এখন পর্যন্ত ৪৫ জন নেতা কর্মী গ্রেফতার করেছে বলে নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার সদর, পৌরঃ রামু,ঈদগাহয়-উপজেলায়
১) শওকত আলম শওকত, পিতা-সুলতান আহম্মদ দ:লরাবাগ, জালালাবাদ। সাবেক সাঃ সম্পাদক ঈদগাঁও উপজেলা বিএনপি।
২)মনজুর আলম,পিতা-মৃত:ছৈয়দ আলী,সাবেক সিনিয়র সহ-সভাপতি ঈদগাঁও উপজেলা বিএনপি।
৩) মোস্তফা কামাল, পিতা- মৃত কাদির হোছাইন, সাং- ৭নং ওয়ার্ড, উত্তর পাড়া, চৌফলদন্ডী, সভাপতি, ইউনিয়ন বিএনপি। কক্সবাজার সদর।
৪) আব্দু সালাম,মৃত:আব্দু সুবাহান, সভাপতি ঈদগাঁও ইউনিয়ন বিএনপি।
৫)ওমর ফারুক লিটন, মৃত:হাবিবুর রহমান, জালালাবাদ। সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন বিএনপি।
৬) আরিফুল ইসলাম নয়ন, পিতা-মৃত মোঃআলম, হাজারীর কুল ২নং ওয়ার্ড, সদস্য সচিব ফাতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদল।
৭) মো. মোক্তার আহমদ, পিতা-মৃত সৈয়দ করিম, উত্তর মাইজপাড়া, ঈদগাঁও ইউনিয়ন। সভাপতি ঈদগাঁও উপজেলা শ্রমিকদল।
৮) মো শাহিন উদ্দীন, পিতা মৃত কবির আহমদ, দক্ষিণ মাইজ পাড়া, ঈদগাঁও ইউনিয়ন, সহ-সভাপতি ইউনিয়ন যুবদল।
৯) মোঃ ইসমাইল পিতা-মৃত আবদুল মোনাফ, মুহুরি পাড়া ঝিলংজা কক্সবাজার, সহ-সভাপতি ইউনিয়ন যুবদল।
১০) মো নুরুল আলম পিতা-মো শফিক আলম দক্ষিণ রুমালিয়ার ছড়া, ৭ নং ওয়ার্ড কক্স বাজার পৌরসভা। মিজানুল আলমের ভাই।
১১) ওসমান গনি পিতা-আবদুল গফুর নতুন ফিসারী পাড়া বিমান বন্দর সড়ক ২নং ওয়ার্ড পৌরসভা। সদস্য সচিব কক্সবাজার সিটি কলেজ।
১২) মোহাম্মদ আবদুল্লাহ আয়ান, পিতা-কালা মিয়া মধ্যম নুনিয়ার ছড়া ২নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা কক্সবাজার। যুগ্ম-আহবায়ক জেলা স্বেচ্ছাসেবকদল।
১৩) ফয়সাল কাদের, আবুল হোসেন মাস্টার, শ্রীমোড়া, চাকমারকুল, সাংগঠনিক সম্পাদক, রামু উপজেলা বিএনপি।
১৪) মোঃ এহসানুল হক, পিতা মোঃ শফি, গ্রাম কাদমর পাড়া, ৫ নং ওয়ার্ড, রসিদ নগর ইউনিয়ন, সাঃ সম্পাদক ৬নং ওয়ার্ড যুবদল।, সাধারণ সম্পাদক বিএনপি, রশিদ নগর ইউনিয়ন।
১৫.) শাহীনুল ইসলাম শাহীন, পিতা-ইউসূফ জালাল, টেকপাড়া, পৌরসভা, সদস্য, কক্সবাজার জেলা যুবদল।
১৬).নুরুল ইসলাম পিতা-নজু মিয়া সাং পশ্চিম নয়া পাড়া রাজারকুল, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি।
১৭), কাউছার খান পিতাঃ- আলতাজ মিয়া সিকদার, ঝাউতলা গাড়ির মাঠ, সদস্য কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল।
১৮).ডা. নুরুল আলম, যুগ্ম-আহবায়ক খুরুশকুল ইউনিয়ন যুবদল।
১৯), জয়নাল আবেদীন, পিতা-মৃত আবুল কাসেম, বাহারছড়া, পৌরসভা। যুগ্ম-আহবায়ক শহর যুবদল, কক্সবাজার।
২০) হেলাল উদ্দিন, পিতা-মৃত আব্দুল লতিফ, বাহারছড়া, পৌরসভা, ক্রীড়া বিষয়ক সম্পাদক, জেলা যুবদল কক্সবাজার।
২১) আবদুল আজিজ পিতা-আতর আলী সাং ৬নং ওয়ার্ড খুনিয়া পালং, সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি।
২২) দিদার মিয়া পিতা-আবু ছৈয়দ সাং ৫নং ওয়ার্ড জোয়ারিয়ানালা সর্ব থানা রামু,২৩) জামাল খান পিতা-মৃত সুলতান আহমদ, লাইট হাউজ, ১২ নং ওয়ার্ড, যুগ্ম-আহবায়ক ওয়ার্ড যুবদল।জেলা কক্স বাজার। সাবেক ইউনিয়ন যুবদল নেতা।
টেকনাফ উপজেলায় ::
১) আনোয়ার হোসেন, সদস্য সচিব, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদল। ২). মোঃ ইব্রাহীম, যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা। ৩.) জাকরিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা হ্নীলা উত্তর। ৪): মোঃ সোহেল রানা যুগ্ম আহবায়ক
বাহারছড়া ইউনিয়ন উত্তর যুবদল ৫)আবদুল্লাহ কায়ছার আহবায়ক বাহারছড়া ইউনিয়ন উত্তর ছাত্র দল।
৬) হাফেজ আহমদ সভাপতি ২নং ওয়ার্ড বাহার ছড়া ইউনিয়ন উত্তর বিএনপি
৭) শফি আলম কৃষক দলের সদস্য, টেকনাফ,

চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরি, পেকুয়ায় :
: ১. ডা: আব্দুল মাবুদ, সভাপতি, বিএনপি, কোনাখালী ইউনিয়ন।
২. বেলাল উদ্দিন, -সভাপতি, যুবদল বি এম, চর ইউনিয়ন, ৩. ডাঃ মুবিনুল হক, সাংগঠনিক সম্পাদক, যুবদল, কোনাখালী ইউনিউন৪). এম জয়নাল আবেদীন সি.সহ-সভাপতি ১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপি, ৫). শামসুল আলম ,সাংগঠনিক সম্পাদক ২নং ওয়ার্ড যুবদল ৬) রেজাউল করিম ,সদস্য ৮নং ওয়ার্ড বিএনপি
৭). মো:ইসমাইল যুগ্ম আহবায়ক টৈটং ইউনিয়ন বিএনপি ৮). সাহাদত হোসাইন মাঝি যুবদল টৈটং ইউনিয়ন ৮) মো: মামুন সি: সহ-সভাপতি ৫নং ওয়ার্ড যুবদল, বারবাকিয়া ইউনিয়ন। ৯). মো: জসীম সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি পেকুয়া ইউনিয়ন। ৫. জয়নাল সাবেক ছাত্রদল নেতা পেকুয়া উপজেলা।
১০)শরীফুল আলম,পিতা- হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক, চিরিংগা ইউনিয়ন বিএনপি ১১) মমতাজ মিয়া,পিতা- মৃত আবদুল খালেক,সাংগঠনিক সম্পাদক – চিরিংগা ইউনিয়ন বিএনপি ১২)এনামুল হক,পিতা-নাদের হোছাইন,সাধারণ সম্পাদক,যুবদল -চিরিংগা ইউনিয়ন১৩) বেলাল উদ্দিন,পিতা- মৃত আবদুল খালেক সভাপতি-শ্রমিকদল,
চিরিংগা ইউনিয়ন শাখা ১৪) শাহাবুদ্দিন লাল্টু, পিতা-নুরুল আলম সাধারণ সম্পাদক শ্রমিকদল, চকরিয়া উপজেলা শাখা
মহেশখালী উপজেলারয়
১) মাসুক উল্লাহ
নেতৃবৃন্দ মিথ্যা গায়েবি মামলা দায়ের এর নিন্দা ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়।

পাঠকের মতামত: