ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৬৫ দিনে চট্টগ্রামে করোনা রোগী ৪ হাজার অতিক্রম, মৃত্যু ৯৯, সুস্থ ২৭৪

চট্টগ্রাম প্রতিনিধি :: বন্দর নগরী চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার অতিক্রম করেছে। গতকাল ০৭ জুন গভীর রাতে চট্টগ্রামের সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ০৬ জুন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ছিল ৩৯৭৩ জন। আর, ০৭ জুন নতুন করে ১০৬ জন শনাক্ত করা হয়।এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০৭৯ জন হল।

প্রসঙ্গত, চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ০৩ এপ্রিল।
আক্রান্তের প্রথম মাসে ৮৬ জনের মাঝে করোনাভাইরাস শনাক্ত করা হয়। কিন্তু, দ্বিতীয় মাসে প্রথম মাসের চেয়ে প্রায় ৪২ গুণ (৩৪৫১ জন) করোনা রোগী শনাক্ত হতে দেখা গেছে বন্দর নগরী চট্টগ্রামে। আর গত পাঁচ দিনে শনাক্ত হয় ৫১২ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত চট্টগ্রামে ৪০৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়। যারমধ্যে ২৭৪ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৯৯ জন। সে হিসেবে চট্টগ্রামে বর্তমানে ৩৭০৬ জন করোনাভাইরাসের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকের মতামত: